ঢাকা, শুক্রবার, ১০ মে, ২০২৪

সরকারি স্কুলে ভর্তি শুরু ১৫ ডিসেম্বর

মহামারি করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে আগামী ১৫ ডিসেম্বর থেকে মাধ্যমিক পর্যায়ের সরকারি স্কুলে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হবে। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এরই ধারাবাহিকতায় আগামী ৩০ ডিসেম্বর সফটওয়্যারের মাধ্যমে ভর্তি লটারি অনুষ্ঠিত হবে। একই দিন বিকালে ফলাফল প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক এনামুল হক জানান, ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তি নীতিমালা অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


তিনি বলেন, আগের মতো আর স্কুলে বড় আয়োজনের মাধ্যমে লটারি অনুষ্ঠিত হবে না। একটি সফটওয়্যারের মাধ্যমে ভর্তি লটারি অনুষ্ঠিত হবে। টেলিটক মোবাইল কোম্পানির সহায়তায় এটি পরিচালিত হবে।

ads

Our Facebook Page